BSF Recruitment 2025: BSF এ রেডিও অপারেটর পদে ১১২১টি শূন্যপদে নিয়োগ!

By Chhabiran

Published On:

Follow Us
BSF Recruitment 2025

BSF Recruitment 2025: আপনি কি বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ চাকরি করতে চান? দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী BSF সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হেড কনস্টেবল (Radio Operator & Radio Mechanic) পদে মোট ১১২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। যদি আপনার স্বপ্ন থাকে একটি সুরক্ষিত সরকারি চাকরি পাওয়ার এবং দেশের সেবা করার, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।

পদের নাম ও শূন্যপদ সংখ্যা BSF Recruitment 2025

  • পদ: Head Constable (Radio Operator) & Head Constable (Radio Mechanic)
  • মোট শূন্যপদ: ১১২১

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে –

  1. Head Constable (Radio Operator):
    • BSF Recruitment 2025 ন্যূনতম মাধ্যমিক (10th) পাশ হতে হবে।
    • সঙ্গে থাকতে হবে ২ বছরের ITI (Radio, Television, Electronics, Computer Operator, Programming Assistant অথবা অনুরূপ ট্রেডে)।
  2. Head Constable (Radio Mechanic):
    • ন্যূনতম উচ্চমাধ্যমিক (12th) পাশ হতে হবে।
    • বাধ্যতামূলক বিষয়: পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics)।

Read More: কলকাতা ইনফোসিসে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগ!

বয়সসীমা

  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
  • SC, ST এবং OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন

নিয়োগের পর প্রার্থীরা পাবেন আকর্ষণীয় বেতন কাঠামো –

  • বেতন স্কেল: ₹21,700/- থেকে ₹69,000/- (Level 3 Pay Matrix অনুযায়ী)।
  • এছাড়াও DA, HRA, মেডিকেল ও অন্যান্য ভাতা পাবেন।
BSF Recruitment 2025

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে –

  1. লিখিত পরীক্ষা
  2. শারীরিক যোগ্যতা পরীক্ষা (Physical Test)
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. ইন্টারভিউ ও ফাইনাল সিলেকশন

আবেদন ফি

  • SC/ST প্রার্থীদের জন্য: সম্পূর্ণ ফ্রি
  • General/OBC প্রার্থীদের জন্য: ₹100/- আবেদন ফি দিতে হবে

আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ

  1. প্রার্থীদের প্রথমে BSF-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  3. আবেদন করার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।

আবেদন করুন: Apply Now

Download short notification

#BSFRecruitment2025, #BSFVacancy, #RadioOperatorJobs, #RadioMechanicJobs, #BSFHeadConstable, #GovernmentJobs2025, #DefenceJobsIndia, #BSFIndia

Chhabiran

সেলিমুদ্দিন সেখ ! inrtatha.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment