---Advertisement---

Flipkart Internship 2025: উচ্চমাধ্যমিক পাশে ফ্লিপকার্ট অনলাইন ইন্টার্নশিপ! স্টাইপেন্ড ১৪,০০০/- টাকা ও চাকরি।

By Chhabiran

Published On:

Follow Us
Flipkart Internship 2025
---Advertisement---

Flipkart Internship 2025: পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এল ফ্লিপকার্ট। দেশের এই অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থাটি বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করেছে। শুধু তাই নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। এমনকি, চাকরি অথবা কর্মসংস্থানের ক্ষেত্রেও সহায়তা করবে ফ্লিপকার্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাধ্যমিক, আইটিআই অথবা উচ্চমাধ্যমিক পাশ করা যে কেউ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়েরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আসুন, এই প্রশিক্ষণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক—কোন কোন পদে প্রশিক্ষণ দেওয়া হবে, নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, আবেদনের পদ্ধতি, বয়সসীমা, স্টাইপেন্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি।

Flipkart Internship 2025: কোর্সের বিস্তারিত তথ্য

ফ্লিপকার্ট মূলত দুটি প্রধান ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে:

  • ওয়ারহাউস ট্রেনিং প্রোগ্রাম ফর এস্পায়ারিং প্রফেশনালস (জেনারেল ইয়ুথ): সাধারণ যুবক-যুবতীদের জন্য এই প্রশিক্ষণটি গুদামজাতকরণ এবং লজিস্টিকস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
  • স্পেশালাইজড SCOA ট্রেনিং প্রোগ্রাম ফর পিডব্লিউডি (পার্সন উইথ ডিসএবিলিটি) ক্যান্ডিডেট: বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, আরও কিছু বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে, যেমন:

  • Supply Chain Career at the SCOA CoE Lab
  • Data Entry Career with SCOA Data Entry Operator (DEO) Training Program

Read More : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ পদে বিশাল নিয়োগ! জেনেনিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

যোগ্যতার মাপকাঠি (Eligibility Criteria):

Flipkart Internship 2025 প্রশিক্ষণগুলিতে অংশগ্রহণের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে:

১) আবেদনকারীকে অবশ্যই স্মার্টফোন চালানো জানতে হবে এবং একটি ভালো ইন্টারনেট সংযোগ (4G/5G) থাকতে হবে।

২) আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।

৩) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক এবং আইটিআই/ডিপ্লোমা পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

৪) আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে হতে হবে।

৫) বাসিন্দার প্রমাণপত্র হিসেবে নিম্নলিখিত যেকোনো একটি নথি থাকতে হবে: ভাড়া চুক্তি (Rent Agreement), ব্যাঙ্ক স্টেটমেন্ট, এলপিজি বিল (LPG Bill), ড্রাইভিং লাইসেন্স (Drivers’ Licence), ভোটার আইডি (Voter ID), পাসপোর্ট (Passport), রেশন কার্ড (Ration Card), জলের বিল (Water Bill) অথবা মোবাইল বিল (Mobile Bill)।

প্রশিক্ষণের স্থান (Flipkart Internship 2025 Location):

ভারতের বিভিন্ন স্থানে ফ্লিপকার্টের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে, হরিণঘাটা এবং উলুবেরিয়াতে প্রশিক্ষণ কেন্দ্র উপলব্ধ রয়েছে। অনলাইনে ফর্ম পূরণ করার সময়, আবেদনকারীকে তার পছন্দের প্রশিক্ষণ কেন্দ্রটি সঠিকভাবে নির্বাচন করতে হবে।

প্রশিক্ষণের মেয়াদ:

বিভিন্ন কোর্সের প্রশিক্ষণের মেয়াদ বিভিন্ন রকম। উদাহরণস্বরূপ:

  • ওয়ারহাউস: ৫৪ দিন
  • ইডিএবি (eDAB): ৫৩ দিন
  • হোলসেল অপারেশন অ্যাসোসিয়েট: ৫৪ দিন
  • ডেলিভারি অ্যাসোসিয়েটস: ৫২ দিন

প্রশিক্ষণের শুরুতে, প্রথম ৯ দিন ডিজিটাল লার্নিং অর্থাৎ অনলাইনে বাড়িতে বসেই ক্লাস করার সুযোগ পাবেন। এর পরবর্তী ৪৫ দিন অন-জব ট্রেনিং (OJT) করানো হবে। এর অর্থ হল, ফ্লিপকার্টের ওয়্যারহাউসে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

স্টাইপেন্ড ও সার্টিফিকেট (Flipkart Internship 2025 Stipend & Certification):

যারা ৫৪ দিনের এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করবেন, তাদের Flipkart SCOA Academy-এর পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও, এই পুরো কোর্সটি করার জন্য প্রশিক্ষণার্থীরা এককালীন আনুমানিক ১৪,০০০/- টাকা স্টাইপেন্ড পাবেন।

নিয়োগ প্রক্রিয়া:

প্রশিক্ষণে ভর্তির জন্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে:

১) প্রি-অ্যাসেসমেন্ট টেস্ট (Pre-Assessment Test): প্রথমে একটি অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।

২) ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification): যারা প্রি-অ্যাসেসমেন্ট টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

এই দুটি ধাপে সফল হলেই প্রার্থীরা প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা (Flipkart Internship 2025):

আবেদনের সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে:

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • আধার কার্ডের জেরক্স।
  • প্যান কার্ডের জেরক্স।
  • ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (উপরে উল্লেখ করা যেকোনো একটি)।

আবেদনের পদ্ধতি (How to Apply for Flipkart Internship 2025?):

ইচ্ছুক প্রার্থীদের ফ্লিপকার্টের SCOA-এর অফিসিয়াল ওয়েবসাইটে (flipkartacademy.com) গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে, যে কোর্সে প্রশিক্ষণ নিতে আগ্রহী, সেটি নির্বাচন করতে হবে। এরপর, আবেদনকারীর সমস্ত বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন করার সময় একটি সক্রিয় ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে, যেখানে ফ্লিপকার্ট একাডেমি পরবর্তীকালে যোগাযোগ করবে।

Flipkart Internship 2025 Apply Links

Flipkart Academy WebsiteVisit Now
Flipkart CoursesClick Here
Warhouse CourseApply Link
Training Program for PwDApply Link
Supply Chain CareerApply Link
Data Entry CareerApply Link

Chhabiran

সেলিমুদ্দিন সেখ ! inrtatha.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment