Infosys Recruitment 2025: Infosys Ltd. এর পক্ষ থেকে ২০২৫ সালে কলকাতায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীরা এই সুযোগে অংশগ্রহণ করতে পারবেন।
শূন্যপদ (Infosys Recruitment 2025)
- Customer Service
- Service Desk (Voice Process)
মাসিক বেতন (Salary)
প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি মাসে ₹20,000 থেকে ₹40,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria)
- যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটার জ্ঞান এবং ভালো যোগাযোগ দক্ষতা (Communication Skills) থাকতে হবে।
আবেদন করতে পারবেন কারা?
- Fresher এবং Experienced Candidate – উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
- ন্যূনতম: ২১ বছর
- সর্বোচ্চ: বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত বয়স পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া (Infosys Recruitment 2025)
- প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে।
- ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে।
ইন্টারভিউ-এর স্থান ও সময়সূচি
📍 লোকেশন: Infosys Ltd., Plot IIIG/2, P.S- Newtown, Kolkata – 700135
🏢 ক্যাম্পাস: Hatisala Campus, Infosys Office
🗓️ তারিখ: 29 ও 30 আগস্ট 2025
⏰ সময়: সকাল 11:00 টা – দুপুর 1:00 টা
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents to Carry)
- হালনাগাদ Resume / CV
- দুটি পরিচয়পত্র (যেমন – প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
- Madhyamik (10th)
- Higher Secondary (12th)
- সমস্ত সেমিস্টারের পাশ সার্টিফিকেট
- Graduation Certificate
⚠️ নিরাপত্তার কারণে ইন্টারভিউ স্থানে Camera ও Laptop নিয়ে যাওয়া যাবে না।









