---Advertisement---

WB Circle Agniveer Recruitment 2025: পশ্চিমবঙ্গ ও সিকিমের যুবকদের জন্য অগ্নিবীর নিয়োগ! আবেদন করুন আজই

By Chhabiran

Published On:

Follow Us
WB Circle Agniveer Recruitment 2025
---Advertisement---

WB Circle Agniveer Recruitment 2025: দেশের যুব সম্প্রদায়ের কাছে দেশ মাতৃকার সেবা করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় সেনা। সম্প্রতি, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশ কয়েকটি জেলার যুবকদের জন্য অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে, দেশের তরুণ প্রজন্ম তাদের দেশপ্রেম ও কর্তব্যবোধকে কাজে লাগিয়ে দেশের সুরক্ষায় অবদান রাখতে পারবে।

কোন কোন পদে নিয়োগ:

পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি সার্কেলের অধীনে অগ্নিবীর (জেনারেল ডিউটি), অগ্নিবীর (টেকনিক্যাল), অগ্নিবীর (ক্লার্ক বা স্টোরকিপার) এবং অগ্নিবীর (ট্রেডসম্যান) পদে নিয়োগ করা হবে।

কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার যুবকেরা আবেদন করতে পারবেন। অপরদিকে, সিকিমের প্যাকীয়ং, গ্যাংটক, মঙ্গন, নামচি, গ্যালসিং এবং সোরেঙ জেলার যুবকেরা আবেদনের যোগ্য।

Read More: ITBP-এ ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে গ্রুপ সি পদে নিয়োগ! আবেদন করুন এখনই!

শিক্ষাগত যোগ্যতা WB Circle Agniveer Recruitment 2025

  • অগ্নিবীর (জেনারেল ডিউটি): মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স।
  • অগ্নিবীর (টেকনিক্যাল): পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক এবং ইংরেজি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর অথবা আইটিআই সহ মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ।
  • অগ্নিবীর (ক্লার্ক বা স্টোরকিপার): ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ।
  • অগ্নিবীর (ট্রেডসম্যান): মাধ্যমিক পাশ।
  • অগ্নিবীর (ট্রেডসম্যান): অষ্টম শ্রেণী পাশ।

বয়স সীমা:

WB Circle Agniveer Recruitment 2025 প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

অগ্নিবীর পদে চার বছরের জন্য নিয়োগ করা হবে। প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে এবং চার বছর শেষে ১০ লক্ষ ৪ হাজার টাকার সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি WB Circle Agniveer Recruitment 2025

লিখিত পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০/০৪/২০২৫।

প্রয়োজনীয় নথি:

আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন মূল্য: ২৫০/- টাকা।

Important Link

Official NotificationDownload PDF
Official WebsiteClick Here

Chhabiran

সেলিমুদ্দিন সেখ ! inrtatha.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment